আন্তর্জাতিক

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বাড়ছে : সুষমা স্বরাজ

ভারতের অনেকের ধারণা ছিল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে। কিন্তু এই ধারণা ঠিক নয়। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের এক প্রশ্নের জবাবে তা জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

বৃহস্পতিবার রাজ্যসভায় তিনি বলেন, ২০১৭ সালে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দুই শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যুরোর পরিসংখ্যান অনুসারে ২০১১ সালে সে দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৮ দশমিক ৪ শতাংশ। আর ২০১৭ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ৭ শতাংশে।

ধারণা করা হয়ে থাকে বাংলাদেশ থেকে হিন্দুরা চলে যাচ্ছে ও সে দেশে তাদের সংখ্যা কমছে। কিন্তু বাংলাদেশে জনসংখ্যাতাত্ত্বিক (ডেমোগ্রাফিক চেঞ্জ) পরিবর্তন ঘটছে। সে দেশে হিন্দুদের সংখ্যা বাড়ছে’,- বলেন তিনি।

সুষমা স্বরাজ বলেন, এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামরা ও নির্যাতন চালানো হয় । তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।

Advertisement

লিখিত জবাবে তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন, অপহরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের খবর পাওয়া যায়। বিষয়গুলো উদ্বেগজনক।

সূত্র : দ্য প্রিন্ট

জেডএ/পিআর

Advertisement