জাতীয়

২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টিসহ মোট ৮১টি ফ্লাইটে তাদের বহন করা হয়। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানার ২৬ হাজার ১৪৩জন।

Advertisement

সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সরকারি ব্যবস্থাপনার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বৃহস্পতিবার বাদ আছর মদিনায় পৌঁছেছেন। এ সময় সেখানকার অস্থায়ী হজ অফিসার এ. বি. এম. আমিন উল্লাহ নূরীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইটি দলের সদস্যরা তাদের স্বাগত জানান।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে।

Advertisement

বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৪৭ দশমিক ৪৬ ভাগ ও বেসরকারি ব্যবস্থাপনার ২১ দশমিক ৭৯ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এমইউ/এমএমজেড/পিআর