কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কিনারা থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে এসকল ইয়াবা উদ্ধার করা হয়।টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার ভোরে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফ নদীর ৩ নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্লাস্টিক মোড়ানো ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় ইয়াবাগুলো বিজিবি ব্যাটালিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ সকল ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।সায়ীদ আলমগীর/এসএস/এমআরআই
Advertisement