গাজীপুর মহানগরীর বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে প্রধান শিক্ষক কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ এবং মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। এ ঘটনায় বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার থেকে বিক্ষোভ করে আসছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে ক্যাম্পাসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান এবং বিক্ষোভ করতে থাকে। তারা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের কুশপুতুল দাহ এবং মানববন্ধন করে।পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বৃহস্পতিবারের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সামসুদ্দিন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি তিনি শুনেছেন। তার কাছে লিখিতভাবে কেউ কোনো অভিযোগ দেয়নি। অডিও রেকর্ডিংয়ে এক ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের কথোপকথনে যৌন হয়রানির আলামত আছে। তিনি জানান, বুধবার প্রধান শিক্ষককে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তার জবাব পেলে পরবর্র্তী ব্যবস্থা নেয়া হবে।জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার পর কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দেয়।মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
Advertisement