জাতীয়

জুস উৎপাদনের তারিখ নেই, আগোরাকে জরিমানা

আগোরা সুপার শপে বিক্রি হচ্ছে নিজস্ব তৈরি জুস। তবে এ জুস কবে তৈরি করেছে তার উৎপাদন তারিখ নেই।

Advertisement

এ ছাড়া পণ্যের মোড়কে খুচরা বিক্রিয় মূল্য লেখা না থাকায় আগোরা সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাজধানীর সিমান্ত স্কয়ারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

Advertisement

এ সময় সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল বলেন, রাজধানীর সিমান্ত স্কয়ারের আগোরা সুপার শপে অভিযান চালানো হয়। এ সময় তাদের নিজস্ব তৈরি জুসের প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিদেশি পণ্যের মোড়কে খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভোক্তা আইন যথাযথ পরিপালনে তাদের সতর্ক করা হয়।

এসআই/এএইচ/জেআইএম

Advertisement