খেলাধুলা

দেশে ফিরে হার নিয়ে যা বললেন আমলা

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে বুধবার দেশে পৌঁছেছেন আমলারা। সেখানেই স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় প্রোটিয়া অধিনায়ককে। জানতে চাওয়া হয়, কেন একটি ম্যাচ এগিয়ে থেকেও ওয়ানডে সিরিজ ২-১-এ হারতে হলো তাদের।উত্তর দিতে গিয়ে আমলা বলেন, `বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারটা ছিল সত্যিই হতাশাজনক। তবে আমি মনে করি, ওখানে প্রথমে ব্যাট করা দল সুবিধা করতে পারে না। আমরা যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো সুবিধা হতো।অবশ্য টাইগারদের কাছে সিরিজ হারার আরেকটি কারণও খুঁজে বের করেছেন আমলা। তিনি মনে করেন, বিশ্বকাপের পর তার সতীর্থরা `হ্যাংওভার` কাটিয়ে উঠতে পারেনি। অনেকেই নিজের সেরাটা দিতে পারেনি বাংলাদেশের বিপক্ষে। আর এটা বলতে দ্বিধা নেই যে, দলের অনেকেই ক্লান্ত ছিল এই সফরে। আমরা বাংলাদেশের বিপক্ষে টি২০ বাদে কোনো ফরম্যাটেই সেরা খেলাটা খেলতে পারিনি।আগস্টেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলতে নামবেন আমলারা। অধিনায়কের বিশ্বাস বাংলাদেশ সিরিজের হতাশা ঝেড়ে ওই সিরিজে সবাই ভালো করবে।

Advertisement

এমআর