কেরি অন সিস্টেম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে মেডিকেল শিক্ষার্থীরা।এসময় ভবিষ্যত ডাক্তারদের বাঁচাতে অবিলম্বে কেরি অন সিস্টেম পুনর্বহাল রাখার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালনের আল্টিমেটাম দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেরি অন সিস্টেম বাতিল করলে আমাদের ভবিষ্যত ও পেশাগত জীবন সমস্যার সন্মুখীন হবে। তাই এ সিস্টেম পুনর্বহাল রাখার জন্য আন্দোলন করছি। আমাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। আল-মামুন সাগর/এমজেড/এমআরআই
Advertisement