দেশজুড়ে

যশোর আদালত থেকে জামিন নিলেন তরিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন নিম্ন আদালত। তরিকুল ইসলাম বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিলে আদালত এ জামিন বহাল রাখেন। তার বিরুদ্ধে যশোরের আদালতে নাশকতার চারটি মামলা রয়েছে। আদালত সূত্র জানায়, যশোর কোতোয়ালি মডেল থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের পর বিরোধীদলীয় জোট আহূত লাগাতার অবরোধ কর্মসূচির সময় যশোরে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় মামলাগুলো করে। অসুস্থ তরিকুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত মাসে আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের একটি বেঞ্চ তা মঞ্জুর করেন। আদালতের আদেশে চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। এ আদেশের পর গত ২ আগস্ট তিনি যশোরে আসেন এবং বৃহস্পতিবার তিনি যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিমের আদালতে হাজির হন। নিম্ন আদালতের বিচারক হাইকোর্টের দেয়া তরিকুল ইসলামের জামিন বহাল রেখেছেন বলে জানিয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।   মিলন রহমান/এমজেড/এমআরআই

Advertisement