শিক্ষা

বিদেশ কেন্দ্রে পাস ৯২.২৮%

ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সাতটি বিদেশ কেন্দ্রে পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী।

Advertisement

বিদেশ কেন্দ্রে গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ২১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪৬ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন। ১০ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। ঢাকা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ।

বিদেশ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬৩ জন।

Advertisement

আরএমএম/এমএআর/আরআইপি