আন্তর্জাতিক

সাইপ্রাসে নৌকাডুবি : ১৯ অভিবাসীর মৃত্যু

সাইপ্রাসের উত্তরাঞ্চলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। তুর্কিশ কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার কোস্টগার্ডদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা ১০৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এখনও আরও ২৫ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Advertisement

ঘটনাস্থলে একটি হেলিকপ্টার এবং চারটি নৌকা উদ্ধারকাজে অংশ নিয়েছে। সাইপ্রাসের কারপাস উপদ্বীপ থেকে ৩০ কিলোমিটার উত্তরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে ঠিক কখন এবং কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

ওই নৌকায় থাকায় যাত্রীরা কোন দেশের নাগরিক তাও এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়াদের তুরস্কের মেরসিন শহরে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

২০১৫ সালে ইউরোপের উদ্দেশ্যে বিপজ্জনক সাগরপথে পাড়ি দেয়া ১০ লাখের বেশি অভিবাসীর কাছে অন্যতম রুটে পরিণত হয় তুরস্ক। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যুদ্ধ-বিধ্বস্ত এবং দরিদ্র অবস্থা থেকে বাঁচতে এসব অভিবাসীরা নিজেদের জীবন বাজি রেখে ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাড়ি জমায়।

Advertisement

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ২৬ অভিবাসীর মৃত্যু হয়েছে।

টিটিএন/আরআইপি