সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ২৪ হাজার ৫৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩১টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৭টিসহ মোট ৬৮টি ফ্লাইটে এসব যাত্রীদের পরিবহন করা হয়।
Advertisement
হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানার ২১ হাজার ৩৭০ জন রয়েছেন।
ধর্ম মন্ত্রনালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার রাতে সৌদিতে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশে থেকে আগত হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।
Advertisement
সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান, কনসাল (হজ), মক্কাস্থ মৌসুমী হজ অফিসার, প্রশাসনিক, চিকিৎসক ও আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে।
এমইউ/এমবিআর/আরআইপি