রাজন, রাকিবসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যার প্রতিবাদে শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ চাইল্ড রাইটস একাডেমিয়া এবং শাবির নৃবিজ্ঞান বিভাগ যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক একেএম মাযহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান, মনজুরুল হায়দার, মনি পাল, শাহজাহান মিয়া প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি সমাবেশের আয়োজন করা হয়। নৃবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন কামাল আহমেদ চৌধুরী, আ ক ম মাহবুবুজ্জামান, এ কে এম মাযহারুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। কিন্তু সাম্প্রতিক সময়ে শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। একটি পরিসংখ্যান তুলে ধরে বক্তারা আরো বলেন, বিগত ৭ মাসে ৮০ জন শিশু নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ৬৮ জন শিশু পঙ্গুত্ব বরণ করেছে। এভাবে চলতে থাকলে দেশের ভবিষ্যৎ আরও হুমকির মুখে পড়বে।বক্তারা অবিলম্বে সরকারের প্রতি শিশু হত্যার বিচারের দাবি জানান।এসএস/পিআর
Advertisement