মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কমসূচি বুধবার সকালে পিরোজপুরে উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
Advertisement
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. এম এ মান্নান, গৌতম চৌধুরী ও জেলা ছাত্রলীগের সভাপতি টিটু।
> আরও পড়ুন- নতুন প্রজাতির ৬ পাখির সন্ধান
এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক, কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার চারা রোপণ করা হবে।
Advertisement
হাসান মামুন/এসইউ/এমএস