খেলাধুলা

ফাহিম আশরাফের আগুনে বোলিংয়ে ৬৭ রানেই শেষ জিম্বাবুয়ে

বুলাওয়েতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফাহিম আশরাফের আগুনে বোলিংয়ে ২৫.১ ওভারেই মাত্র ৬৭ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। আজ হারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ খুয়াবে স্বাগতিকরা।

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। শুরু থেকেই পাকিস্তানী বোলারদের তোপে সোজা হয়ে দাঁড়াতে পারেননি জিম্বাবুুয়ের ব্যাটসম্যানরা। পেসার উসমান খানের শিকার হয়ে ওপেনার প্রিন্স মাসভাউরে ফিরেছেন ১ রানেই। দেখে খেলতে চেয়েছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তবে তাকে ১০ রানের বেশি এগোতে দেননি আরেক পেসার জুনায়েদ খান। এরপর নবম ওভারে তারিসাই মুসাকান্দা বাঁহাতি এই পেসারের দ্বিতীয় শিকার হয়ে রানের খাতাই খুলতে পারেননি।

পরের ওভারে এসে পিটার মুরকে তুলে নিয়েছেন ফাহিম আশরাফ। তিনি করেন ১ রান। সতীর্থদের এই আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে খেলছিলেন ওপেনার চামু চিবাবা। ১৬ রান করা এই ওপেনারকেও এলবিডব্লিউ করে জিম্বাবুয়েকে একেবারে কোনঠাসা করে দেন ফাহিম আশরাফ। এরপর এলটন চিগুম্বুরা (৯) , রায়ান মুরে (৮) আর এনগারাভার উইকেট নিয়ে পাঁচ উইকেটের কোটাও পূর্ণ করেন এই পেসার।

২২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। জুনায়েদ খানের শিকার ২ উইকেট।

Advertisement

এমএমআর/জেআইএম