দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১৩ বছর কারাদণ্ডের বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার করা আপিল পুনঃশুনানির জন্য হাইকোর্টে উপস্থাপিত হয়েছে।
Advertisement
বুধবার হাইকার্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপিত হয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে ২০০৭ সালের ১৩ জুন মায়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুটি ধারায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের খালাসের ওই রায়ের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি আপিল মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন আদালত।
Advertisement
এফএইচ/এমএআর/পিআর/এমএস