রাজধানীর মগবাজারের বৈকালী আবাসিক হোটেলে শ্যালিকা বৃষ্টিকে হত্যার অভিযোগে দুলাভাই সুমনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে তাকে মিরপুরের পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার ভোরে স্বামী-স্ত্রী পরিচয়ে ভুয়া নাম দিয়ে বৃষ্টি ও সুমন মগবাজারের বৈকালী হোটেলের ৪০৭ নম্বর কক্ষ ভাড়া নেন। সাড়ে ১১টায় সেই কক্ষে বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহ উদ্ধারের আগেই সুমন পালিয়ে যায়। পরে ওই ঘটনায় সেদিনই সুমনকে একমাত্র আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সুমন বেসরকারি একটি টেলিভিশনের গাড়ি চালক হিসেবে কাজ করতেন। তিনি প্রায় আট বছর আগে বৃষ্টির বড় বোন হাসনা বেগমকে বিয়ে করেন। পরে তিনি আরও একটি মেয়েকে বিয়ে করেছেন বলে জানায় পুলিশ।
Advertisement
এআর/আরএস/আরআইপি