গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতার আবুল কালাম আজাদ লক্ষ্মীপুর বাজার এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের নেতা বলে বলে জানা গেছে।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বলেন, আবুল কালাম আজাদ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তার নামে মামলা রয়েছে। লক্ষ্মীপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আবুল কালাম আজাদের স্ত্রী নাজমুন্নাহার নাজমা বলেন, তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা ছিল। একটি মামলা নিষ্পত্তি হয়েছে। আরেকটিতে জামিনে রয়েছেন। এরপরও অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
Advertisement
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আবুল কালাম আজাদের নামে কয়েকটি নাশকতার মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
রওশন আলম পাপুল/আরএআর/এমএস