ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে তানজানিয়ার বিশেষজ্ঞের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তানজানিয়ার বায়োগ্যাস বিশেষজ্ঞ ক্রিস্টোফার কেলনার।

Advertisement

মঙ্গলবার (১৭ জুলাই) ভিসি কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় ঢাবির শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক এবং সহকারী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তানজানিয়ার বায়োগ্যাস বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের ক্ষেত্রে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

জনগণের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উপর তারা গুরুত্বারোপ করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

Advertisement

এর আগে তানজানিয়ার বায়োগ্যাস বিশেষজ্ঞ ক্রিস্টোফার কেলনার ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বক্তৃতা দেন।

এমএইচ/এএইচ/আরআইপি