খেলাধুলা

ঢাকা আসছেন পিসিবির নতুন চেয়ারম্যান

এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে বিশেষ মনোযোগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান শাহরিয়ার খান। বিশেষ করে টেস্ট খেলুড়ে তিন দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দৃঢ় প্রত্যয়ী তিনি।এরই ধারাবাহিকতায় আগামী ৬ অক্টোবর ঢাকায় আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই নতুন চেয়ারম্যান। তিনি ভারত হয়ে বাংলাদেশে আসবেন। এরপর শ্রীলঙ্কায় যাবেন।  তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাত হবে না শাহরিয়ার খানের। বিসিবির তরফ থেকে শাহরিয়ার খানের সঙ্গে বৈঠক করবেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন, সহ-সভাপতি মাহবুবুল আনাম ও বিসিবির পরিচালকবৃন্দ।  সূত্র থেকে জানা গেছে, পিসিবির চেয়ারম্যান ২০১৫ বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলকে ঢাকায় পাঠাতে চান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ কিংবা ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিবেন শাহরিয়ার খান।ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানসহ অংশ নিতে পারে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এদিকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। ২০১২ সালে পিসিবির প্রাক্তন চেয়ারম্যান জাকা আশরাফের প্রস্তাবের পরও পাকিস্তান সফর করেনি বাংলাদেশ।

Advertisement