অর্থনীতি

আরও একটি মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩১টির দামই অবিহিত মূল্যের নিচে নেমে গেছে। এ পরিস্থিতিতেই আরও একটি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

মঙ্গলবার বিএসইসির ৬৫১তম কমিশন সভায় খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা মিউচ্যুয়াল ফান্ডটির নাম ‘ইডিজিই বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড’।

বিএসইসি জানিয়েছে, এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্র ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যেক্তা এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ১ কোটি টাকা দিবে। বাকি ৯ কোটি সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

Advertisement

বে-মেয়াদি ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এমএএস/জেডএ/এমএস