হিরোশিমা দিবস পালন ও বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৫ সালের এই দিনে জাপানের হিরোসিমা নগরে যে ধ্বংসাত্মক বোমা বিস্ফোরণ করা হয় তার ভয়বহতা এখনো সেখানে বিদ্যমান। তখন এতে প্রায় দেড় লক্ষ মানুষ মারা যান। মানববন্ধনে বক্তারা এগুলোকে সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে আখ্যা দিয়ে বলেন, এগুলো গুটিকয়েক মানুষের স্বার্থ হাছিলের জন্য করা হয়েছে। আমাদেরকে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ধরনের কলঙ্কময় অধ্যায় যেনো আর সৃষ্টি না হয় সেই প্রত্যয় মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তাসনুবা তাহরীন অন্তরা, দফতর সম্পাদক শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ-সম্পাদক খালেদুর রাবী প্রমুখ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমানের নির্দেশে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরিশিমা নগরে রাত ৮টা ১৫ মিনিটে ‘লিটয় বয়’ নামে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হয়। এরপর ৬ আগস্টকে হিরোসিমা দিবস হিসেবে পালন করা হয়।রাশেদ রিন্টু/এমজেড/পিআর
Advertisement