দক্ষিণ কোরিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত পাঁচজন নিহত ও আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার সেনাবাহিনীর ওই হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়নের পর দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরে বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
Advertisement
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর বার্ষিক সামরিক মহড়াস্থলের প্রধান সামুদ্রিক ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। রানওয়ে থেকে মাত্র ১০ মিটার (৩৩ ফুট) ওপরে ওঠার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন : আঞ্চলিক নিরাপত্তায় একসঙ্গে লড়াইয়ের অঙ্গীকার পাক-ইরান সেনাবাহিনীর
হেলিকপ্টারের ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলে মারা গেছেন। এছাড়া আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। বিমান বিধ্বস্তের কারণ জানতে সেনাবাহিনী একটি কমিটি গঠন করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Advertisement
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
সূত্র : রয়টার্স।
এসআইএস/পিআর
Advertisement