জাতীয়

বিসিকের জিএম ফের নিখোঁজ

ছয়দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) মহাব্যবস্থাপক (জিএম) শরিফুল ইসলাম (৫৮)। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার।

Advertisement

গত ১১ জুলাই থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় তার সর্বশেষ অবস্থান নিশ্চিত করতে পারছেন না পুলিশ। কয়েক মাস আগেও একবার নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে তাকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জাগো নিউজকে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। গত রমজানেও বাসায় কিছু না বলে চলে যান। পরে বরিশালের কীর্তনখোলা থেকে তাকে উদ্ধার করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘নিখোঁজ শরিফুল ইসলামের উচ্চতা পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, দেহের গঠন হালকা-পাতলা। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি লুঙ্গি, খয়েরি হাফশার্ট এবং স্যান্ডেল পরা ছিলেন। তার সঙ্গে কোনো টাকা-পয়সা ও ফোন কিছুই নেই।’ নিখোঁজের বিষয়ে শরিফুল ইসলামের স্ত্রী লায়লা ইয়াসমিন বলেন, ‘১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার ডাক্তার দেখানোর জন্য যাওয়ার কথা ছিল। আমি সকালে তাকে ফোন দেই। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাকে খুঁজতে প্রথমে অফিস এবং পরে শান্তিনগরের বাসায় যাই। বাসার তালা খুলে ভেতরে ঢুকে তার মোবাইল, ঘড়ি ও চাবি দেখতে পাই। সেখানে তিনি ছিলেন না।’ এআর/এমএআর/পিআর