টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও পুলিশের এসআইসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শহরের কুমুদিনী কলেজ গেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশের একটি দল রাজশাহীর বাগমারা থেকে অপহরণের শিকার এক ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসার সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, অপহৃত জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), ভাই ফারুক (৪০) ও চাচা মিরাজুল ইসলাম (৬০)। নিহতরা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভাটি বন্দর এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
এছাড়া আহতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম