দেশজুড়ে

নওগাঁয় চাঁদাবাজির সময় দুই ভুয়া এনএসআই আটক

নওগাঁয় এনএসআই পরিচয়ে চাঁদাবাজির সময় দুইজন আটক  করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় শহরের হাট-নওগাঁ মহল্লার গোলাপ রহমানের বনরাজ হাকিমী ঔষধালয় দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়নাতপুর গ্রামের ইয়াদ আলী প্রামানিকের ছেলে সেন্টু প্রামানিক(২৮) এবং মো: মানিকের ছেলে চাঁন ওরুফে ধলা(২৫)। এসময় উজ্জ্বল নামের একজন পালিয়ে যান। নওগাঁ সদর থানার পরিদর্শক আফজাল হোসেন জানান, আটকৃতরা এনএসআইয়ের পরিচয় দিয়ে ভেজাল ঔষধ আছে বলে দাবি করে। এছাড়া দুই লাখ টাকা না দিলে তাদের থানায় দেয়া হবে বলে হুমকি দেয়। পরে দোকানের মালিক গোলাপ রহমানের সন্দেহ হলে তিনি সদর মডেল থানায় সংবাদ দেন। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শেষে সেন্টু প্রামানিক ও চাঁন ওরুফে ধলাকে ভুয়া এনএসআই বলে সনাক্ত করে আটক করেন। ঘটনার সময় আটককৃতদের কাছ থেকে একটি মটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।এএইচ/পিআর

Advertisement