বিনোদন

বেঙ্গলি বিউটি নিয়ে আত্মবিশ্বাসী টয়া

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মুমতাহিনা চৌধুরী টয়া শোবিজে যাত্রা শুরু করেন ২০১০ সালে। এরই মধ্যে নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। এবার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ২০ জুলাই টয়ার প্রথম সিনেমা 'বেঙ্গলি বিউটি' মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে রোববার (১৫ জুলাই) ঘরোয়া একটি অনুষ্ঠানের আয়োজন করেন টয়া।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত হন 'পোড়ামন ২' খ্যাত অভিনেতা সিয়াম আহমেদ। আরও এসেছিলেন নির্মাতা তানিম রহমান অংশু, সংগীতশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, অভিনেতা মাসুম বাশার ও অভিনেত্রী মিলি বাশারসহ অনেকে।

এর আগেও কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ ঠিক হয়েও মুক্তি পায়নি। টয়ার কাছে তাই প্রথম প্রশ্নটি ছিল সত্যিই কি ২০ জুলাই মুক্তি পাচ্ছে ‘বেঙ্গলি বিউটি’? হাসি মুখে আর তারিখ পরিবর্তন হবে না বলেই আশ্বাস দিলেন টয়া। জানালেন চারটি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। সিনেমাহলগুলো হলো- ব্লকবাস্টার, বলাকা, সিনেপ্লেক্স ও শ্যামলী।

সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে টয়া বলেন, ‘বেঙ্গলি বিউটি নির্দিষ্ট একটি সময়ের গল্প নিয়ে নির্মিত। যেখানে ১৯৭০ থেকে ১৯৭৫ সালের সময়ের একটি গল্প দেখা যাবে। সিনেমাটির জন্য আমি পাঁচ মাস অনেক কষ্ট করেছি। এরমধ্যে চার মাস ধরে শুটিংয়ের প্রস্তুতি নিতে হয়েছে। বাকি এক মাস শুটিং করেছি। আমি নাটকে ও মিউজিক ভিডিওতে অভিনয় করে অভিনয় শিখেছি। ২০১০ এর শেষের দিকে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে এসেছি। তখন অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এই সাত বছরের যা শিখেছি। সেই শিক্ষা নিয়েই এই মুভিতে কাজ করেছি। এখন দর্শক ছবিটি দেখে কী বলেন সেটা দেখার অপেক্ষায় আছি।’

Advertisement

টয়া আরও বলেন,‘২০১৭ সালের জানুয়ারি মাসের শেষের আমাকে এই ছবির স্ক্রিপ্ট দেন নির্মাতা। রাহসান নূর এই সিনেমার নির্মাতা ও অভিনেতা। তিনি এর আগেও আমাকে একটি স্ক্রিপ্ট দেন ওইটাতে কাজ করা হয়নি। কিন্তু এই স্ক্রিপ্টটা পড়ে আমি ঠিক করি এই সিনেমায় অভিনয় করবো। ১৯৭০ থেকে ৭৫ সাল সময়ের একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সেই সময়টাকে এই সময়ে এসে ধারণ করা অনেক কঠিন ছিল। সিনেমার শুটিং শুরুর আগেই এই সিনেমাটি নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। সেই সময়ের একজন মানুষ কেমন করে কথা বলবে, হাঁটবে, খাবে? তার মেকাপ কেমন হবে? এই বিষয়গুলো ঠিক করে এর পরে শুটিং শুরু হয়।’

সিনেমাটির লোকেশন ও সময় প্রসঙ্গে টয়া বলেন,‘ঢাকা, গাজীপুর, মানিক গঞ্জ, ঢাকা ইউনিভার্সিটি নটরডেম কলেজসহ আরও বেশ কিছু লোকেশনে আমরা শুটিং করেছি। পুরনো বিল্ডিং খুঁজে খুঁজে বের করে আমরা শুটিং করেছি। এই ছবিতে বাংলাদেশ বেতারও অনেক বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ বেতারে শুটিং হয়েছে। শুটিংয়ে আমাদের অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। ১৯৭০ সালের পরিবেশ তৈরি করে সেটি দৃশ্যায়ন করা খুব কঠিন ছিল।’

এরমধ্যে অ্যামেরিকাতে মুক্তি পেয়েছে ‘বেঙ্গলি বিউটি’ । সেখানে প্রশিংসিতও হয়েছে। সেখানে কয়েকটি পোর্টালে রিভিউ বেরিয়েছি। টয়া বললেন,‘আমাদের নির্মাতা ও আমরা যারা অভিনয় করেছি সবাই ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী। আমরা জানি আমরা ভালো কিছু করার চেষ্টা করেছি। ছবিটির গল্প ভালো, কালার ভালো, আমরা ভালো অভিনয় করেছি, ঐতিহাসিক একটা ফিলও থাকছে। সবমিলিয়ে আমাদের বাংলাদেশের দর্শকদেরও মুগ্ধ করবে সিনেমাটি।’

এমএবি/এলএ/এমএস

Advertisement