বিশ্বের মাত্র তৃতীয় মানুষ হিসেবে খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ জেতার ইতিহাস গড়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালের বিশ্বকাপে ছিলেন ফ্রান্সের অধিনায়ক, ২০১৮ সালে ছিলেন দলের ডাগআউটে।
Advertisement
এমন এক কীর্তি গড়ে রাশিয়া বিশ্বকাপকে জীবনের দেখা সবচেয়ে রোমাঞ্চকর আসর হিসেবে আখ্যা দিয়েছেন ফ্রান্সের কোচ। এবারের বিশ্বকাপে ঘটেছে নানান ঘটনা, হয়েছে অদ্ভুত সব রেকর্ড। সবমিলিয়েই দেশম বলেছেন এমন বিশ্বকাপ তিনি জীবনেও দেখেননি।
ম্যাচশেষে দেশম বলেন, ‘আমি আমার জীবনে কখনো এমন বিশ্বকাপ দেখিনি বা খেলিনি। এই বিশ্বকাপে বড় দলগুলোর মোড়ক লেগে গিয়েছে এবং কাগজে কলমে ছোট দলগুলো আসলেই দুর্দান্ত খেলেছে। এবারের আসরের রক্ষণাত্মক কৌশল প্রতিপক্ষ দলকে ক্ষতি করলেও খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।’
এসময় দেশম আরও বলেন, ‘আমি ঠিক বলতে পারবো না এটিই বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সুন্দর আসর কি না। এবার অনেক গোল হয়েছে, অনেক রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। খেলার ধরন কিংবা কৌশলগত দিক থেকে রাশিয়া বিশ্বকাপ ছিলো খুবই দুর্দান্ত।’
Advertisement
এসএএস/জেআইএম