বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতলো ফ্রান্স। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলেছে তরুণ এই ফ্রান্স দলটি। আর এই দলটিকে নেতৃত্ব দিয়ে এসেছেন গোলরক্ষক হুগো লরিস।
Advertisement
বিশ্বকাপের ফাইনালেও দুর্দান্ত খেলেছেন এই টটেনহ্যাম অধিনায়ক। যদিও একটি দৃষ্টিকটু মিসের কারণে তার দল গোল হজম করে কিন্তু পুরো টুর্নামেন্টে গোলবারের নিচে অতন্দ্রপ্রহরীর মত দাঁড়িয়ে ছিলেন লরিস। বিশ্বকাপের মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরাটা গর্বের বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় লরিস বলেন, ‘আপনার দলে যখন অনেক উঁচু মানের ফুটবলার থাকবে তখন আপনি কখনোই হাল ছেড়ে দিতে চাইবেন না। আজকের এই জয়ের পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি সবার মাঝে উঁচিয়ে ধরাটা গর্বের। যারা আমাকে সাহায্য করেছেন এই পর্যায়ে আসতে সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
বিশ্বকাপ জিতে সমর্থকদেরও ধন্যবাদ দেন লরিস। তিনি বলেন, ‘আমরা আজকে লড়াই করেছি। আমরা ট্রফি জিতেছি। আমরা অসাধারণ খেলেছি। আমাদের সমর্থকদের আমরা খুশি করেছি।’
Advertisement
বিশ্বকাপের ফাইনালে তার দৃষ্টিকটু ভুলে এক গোল হজম করে ফ্রান্স। সেই ভুল নিয়ে লরিস বলেন, ‘আমরা ইতোমধ্যে ৪-১ ব্যবধানে তখন এগিয়ে ছিলাম। কয়েক সেকেন্ডের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম এতটুকুই।’
আরআর/জেআইএম