যশোরের সীমান্তবর্তী বেনাপোলে বন্যা কবলিত এলাকায় দুঃস্থ মৎস্য চাষীদের পাশে দাঁড়িয়েছে যশোরের জেলা পুলিশ। বুধবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের সোনামুখি বিলে ও পুটখালির বারপোতা বিলে এক লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে জেলা পুলিশ।ভারতীয় পানির ঢলে সীমান্ত অঞ্চলের কয়েক হাজার বিঘা জমির ফসল নস্ট হয়ে গেছে। সেই সঙ্গে ২৩৫টি মাছের ঘেরের মাছ বিলিন হয়ে গেছে পানির ঢলে। কিছুটা ক্ষতি পোষাতে জেলা পুলিশ দুঃস্থ মৎস্যজীবীদের পাশে এসে দাঁড়িয়েছে।বেনাপোল পোর্ট থানার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম বলেন, আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ। তাই আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি। গরিব মানুষের সামান্যতম আমিষের চাহিদা মেটানোর জন্য পুলিশের এই উদ্যোগ।জামাল হোসেন/বিএ
Advertisement