এমন রেকর্ডে কে নাম লেখাতে চায়! এমন বাজে রেকর্ড তো কেউ আর করতেও চায় না। কিন্তু প্রবল উত্তেজনা আর দারুণ চাপের মুখে তো আর সব কিছু ঠিক রাখা যায় না। রাখতে পারেননি এবারের রাশিয়া বিশ্বকাপের ১২জন ফুটবলার। যারা আত্মঘাতী গোল করে নিজের দলকে পিছিয়ে দিয়েছিলেন। সর্বশেষ এই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।
Advertisement
ম্যাচের শুরুতেই কেউ আত্মঘাতী গোল খেয়ে বসলে সেই দলটির ভাগ্য কতটা হতাশাজনক হয়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমবারেরমত বিশ্বকাপের ফাইনালে উঠে আসা ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ মাথায় বল ছুঁইয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২তম আত্মঘাতী গোল হলো।
আত্মঘাতী গোলে রাশিয়া বিশ্বকাপ অনেক আগেই রেকর্ড গড়ে বসেছিল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। রাশিয়া বিশ্বকাপ উপহার দিয়েছে তার দ্বিগুণ। এবার হলো মোট ১২টি।
এবার দেখে নেয়া যাক রাশিয়া বিশ্বকাপে হয়েছে যে ১২টি আত্মঘাতী গোল
Advertisement
আইএইচএস/