নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো ধরনের সংশোধনী আনা হচ্ছে না।
Advertisement
রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হেলালুদ্দীন আহমেদ বলেন, আরপিও সংশোধনের একটা উদ্যোগ আগে নেয়া হয়েছিল। তবে সেটা এখন আর হচ্ছে না।
এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্ব ও নির্বাচন থেকে সরাতে সরকার দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
Advertisement
জানা যায়, আরপিও সংশোধনের জন্য কয়েক মাস আগে নির্বাচন কমিশনার কবিতা খানমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি একটি খসড়া তৈরি করে কমিশনে জমা দিলেও শেষ পর্যন্ত তা গ্রহণযোগ্য হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের আগে হাতে যথেষ্ট সময় না থাকায় ইসি আপাতত আরপিও সংশোধনের চিন্তা-ভাবনা করছে না।
এইচএস/এমআরএম/আরআইপি