বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। বিশ্বকাপ ফাইনালের নগরী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরেই মাঠেই নামছে ফ্রান্স-ক্রোয়েশিয়া। অধরা ট্রফি জয়ের লক্ষ্যে এরই মধ্যে মাঠে পৌছেছে দু’দল।
Advertisement
সমর্থকরাও বা পিছিয়ে থাকবেন কেন! ইতোমধ্যে নিজ দলের জন্য গলা ফাটাতে স্টেডিয়ামে পৌছে গেছেন তারা। রঙ বেরঙের বাহারি পোশাক এবং নানা ঢঙ্গে সেজে স্টেডিয়ামে এসেছেন তারা। কিন্তু স্টেডিয়ামে না আসলেও যে দলকে নিজ দেশে থেকে সমর্থন করা যায় সেটারই বহিঃপ্রকাশ দেখা গেল ফ্রান্সের প্যারিস এবং ক্রোয়েশিয়ার জাগরেবে।
ফ্রান্সের খেলা বড় পর্দায় দেখতে কমপক্ষে ৭০ হাজার ফ্রেঞ্চ নাগরিক আইফেল টাওয়ারের জড়ো হয়েছেন। ক্রোয়েশিয়ান সমর্থকরাও বা পিছিয়ে থাকবেন কেন! তারাও জড়ো হয়েছেন ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের চত্ত্বরে। দু’দলের সমর্থকরাই নিজেদের দলকে নিয়ে স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো এলাকা।
আরআর/জেআইএম
Advertisement