ভারত থেকে চোরাই পথে আসার সময় বেনাপোল সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। বুধবার বিকেল ৫টার দিকে সীমান্তের বড় আঁচড়ার আবু সামের মোড় থেকে তাদের আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের নদীয়া জেলার চাকদহ থানার নারকেলডাঙ্গা গ্রামের মৃত ছয়রুদ্দিনের ছেলে জয়নাল মোল্লা (৩৮) ও রসুলপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাজু মন্ডল (১৭)।২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন জানান, ভারতীয় দুই নাগরিক রুপিসহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় বড় আঁচড়ার আবু সামের মোড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে এক লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। জামাল হোসেন/এআরএ/আরআইপি
Advertisement