দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ-আড্ডা সড়কের বেহাল দশা

টানা বর্ষণ ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাচোল-আড্ডা সড়কের বিভিন্নস্থানে খানাখন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার লক্ষীপুর থেকে নাচোল উপজেলার নেজামপুর, নাচোল, ভোলার মোড় হয়ে গোমস্তাপুর উপজেলার আড্ডা পর্যন্ত সড়কটির এখন বেহাল দশা।  এরপরও ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে বিভিন্ন যানবাহন।এরফলে ওই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা।  বিকল হয়ে রাস্তায় পড়ে থাকছে বিভিন্ন যানবাহন।  সংস্কারের অভাবে এ সড়কটির বিভিন্ন জায়গায় ইট পাথর উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।  একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্নস্থানে সৃষ্ট গর্তে পানি জমে থাকে দিনের পর দিন।  এ অবস্থায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়েই চলাচল করছে শত শত যানবাহন।  ফলে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার সঙ্গে যেগাযোগ করা হলে তিনি সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, সড়কটি নতুন করে নির্মাণের একটি প্রস্তাব তারা দিয়েছেন।  প্রস্তাবটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এমএএস/এমআরআই

Advertisement