গাজীপুর মহানগরের ঝুমুর সিনেমা হল মার্কেটের হারবাল রিচার্স সেন্টারের এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধের খালি বক্স আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ভোক্তা সংরক্ষণ আইনে ওই হারবাল রিচার্স সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে ভেজাল ও মেয়াদহীন ওষুধ বিক্রয় এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে নিজেকে ডাক্তার হিসেবে প্রকাশ করার অপরাধে সেলিম চৌধুরীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধের খালি কভার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই
Advertisement