শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার বিকেলে বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের টিলায় এ ঘটনা ঘটে।
Advertisement
ছুরিকাঘাতের শিকার বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক জানান, তিনি বন্ধুর সঙ্গে বিকেলে বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের টিলায় ঘুরতে গেলে ৪-৫ ছিনতাইকারী তাদের ঘিরে ফেলে এবং মোবাইল ও টাকা দিয়ে দিতে বলে। মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার বাম হাতে ছুরি দিয়ে আঘাত করে এবং দুইজনের তিনটি মোবাইল ও সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। পরবর্তীতে বন্ধুদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজারের একটি ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ করানো হয়।
এ বিষয়ে প্রক্টর জহির উদ্দিন আহমেদের মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমরা ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনাটি জানার পরপরই ওই এলাকাতে অভিযান চালাই। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Advertisement
আব্দুল্লাহ আল মনসুর/এফএ/এমএস