দেশজুড়ে

রূপপুরের নতুন রূপ

পদ্মা নদীর তীর ঘেঁষা পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকা যেন আর চেনা যাচ্ছে না। চারদিকে রঙ-বেরঙের পতাকা আর পরিষ্কার-পরিচ্ছন্নতা রূপপুরকে নতুন রূপ দিয়েছে। শনিবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করবেন তিনি। তাঁর এই সফর ঘিরেই যত আয়োজন।

Advertisement

মূল প্রকল্প এলাকাজুড়ে রঙিনের সমারোহ। রূপপুর মোড়, হার্ডিঞ্জবিজ এলাকা, রেল বিভাগীয় অফিস এলাকা, রেলওয়ে মাঠসহ সর্বত্রে খুশির আমেজ। প্রকল্পের ২২টি ২০তলা আবাসিক ভবনের আলোকসজ্জা অনেক দূর থেকে নজর কাড়ছে। পাল্টে গেছে চারদিকের দৃশ্যপট।

দেশের অব্যাহত বিদ্যুতের চাহিদা মেটাতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হচ্ছে ঈশ্বরদীর রূপপুরে। চুক্তি অনুযায়ী ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি উদ্বোধনের দিন হতে ৬৩ মাসের মধ্যে এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে। বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৩৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ৩০শে নভেম্বর এফসিডি কাজের উদ্বোধনের পর বাংলাদেশ বিশ্বের ৩২তম পারমাণবিক দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

উল্লেখ্য, সর্বাধুনিক ভিভিইআর’র প্রতিটি ১২০০ মেগাওয়াট ইউনিটের দুটি প্ল্যান্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বসানো হচ্ছে।

Advertisement

আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর