ইংল্যান্ডের বিপক্ষে তার ঐতিহাসিক সেই গোলেই ম্যাচে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। তারপরেই মূলত আক্রমণ করে দ্বিতীয় গোল করে ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠে তারা। প্রথম গোলের নায়ক পেরেসিচই এবার বিশ্বকাপ ফাইনালে অনিশ্চয়তার ভেতর পড়েছেন।
Advertisement
ইনজুরি হয়তো কেড়ে নিতে পারে তার বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ভেতরেই বা-পায়ের উরুতে ব্যথা পান। ম্যাচ শেষে তার পায়ে বরফ দিতে দেখা যায়। ব্যথা না কমলে বৃহস্পতিবার মস্কোতে হাসপাতালে পরীক্ষা করতে চলে যান পেরেসিচ।
ইন্টার মিলানের এই ফুটবলারের পায়ের অবস্থা আশঙ্কাজনক। ইংলিশ দৈনিক ডেইলি মেইলের তথ্য মতে, বিশ্বকাপের ফাইনাল সম্ভবত তার খেলা হচ্ছে না।
‘ফ্রান্স আমাদের ১৯৯৮ সালে আটকে দিয়েছিল। কিন্তু সেটা থেকে আমরা আলাদাভাবে প্রেরণা নিয়েছি। কিন্তু এটা একদমই আলাদা গল্প হবে এবার। আমরা মস্কোতে আসতে পেরেই খুশি। স্বপ্ন থেকে মাত্র এক ধাপ দূরে আমরা’, ম্যাচ শেষে দীপ্ত কণ্ঠে উল্লসিত পেরেসিচ ফাইনালে খেলার অনুভূতি ব্যক্ত করেছিলেন।
Advertisement
আরআর/পিআর