দেশজুড়ে

কোরবানির ঈদে যাত্রা স্বস্তিদায়ক হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী কোরবানির ঈদে সড়ক পথে যাত্রা স্বস্তিদায়ক হবে। ওই সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন অংশের নির্মাণাধীন ২৩ ব্রিজ দিয়ে গাড়ি চলবে।

Advertisement

শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায়ে আসন্ন কোরবানির ঈদের সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারত থেকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই এবং এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

তিনি আরও বলেন, তিন সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এখানে সরকারের কোনো ভিন্ন ভূমিকা থাকবে না।

Advertisement

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সাসেক প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিকরুল হাসান, ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর