অর্থনীতি

মসলা রফতানিতে ভারতের রেকর্ড প্রবৃদ্ধি

বাড়তি চাহিদা ও বাম্পার ফলনের জের ধরে ভারত মসলা রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০১৭-১৮ অর্থবছরে দেশটির মসলাপণ্যের রফতানি আগের অর্থবছরের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। একইসঙ্গে মসলাপণ্য রফতানি বাবদ এ সময় দেশটির আয় বেড়েছে ৫ শতাংশ। স্পাইসেস বোর্ড অব ইন্ডিয়ার (এসবিআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সংস্থাটি বলছে, পরিমাণ ও আয়ের দিক থেকে প্রবৃদ্ধির এ হার ভারতের মসলা রফতানি খাতে নতুন রেকর্ড।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১০ লাখ ২৮ হাজার ৬০ টন বিভিন্ন ধরনের মসলা রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ভারতের ইতিহাসে মসলাপণ্য রফতানির এটাই সর্বোচ্চ পরিমাণ।

২০১৬-১৭ অর্থবছরে ভারতীয় রফতানিকারকরা মোট ৯ লাখ ৪৭ হাজার ৯৭০ টন মসলাপণ্য রফতানি করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে বিভিন্ন ধরনের মসলাপণ্যের রফতানি বেড়েছে ৮০ হাজার ৯০ টন।

Advertisement

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে মসলাপণ্য রফতানি বাবদ ভারতের সম্মিলিত আয় ২৭৮ কোটি ১৪ লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। ভারতের ইতিহাসে মসলাপণ্য রফতানিতে এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড।

প্রতিষ্ঠানটির সেক্রেটারি ড. এ জয়তিলক জানান, সর্বশেষ অর্থবছরে ভারতে মসলাপণ্যের বাম্পার ফলন হয়েছে। গুণগত মান ভালো হওয়ায় প্রতিবেশী দেশগুলো ছাড়াও আন্তর্জাতিক বাজারে ভারতে উৎপাদিত মসলার চাহিদাও বেশি ছিল। ফলে ২০১৭-১৮ অর্থবছরে ভারত থেকে রেকর্ড পরিমাণ মসলা রফতানি হয়েছে। মসলাপণ্য রফতানি বাবদ ভারতীয় রফতানিকারকদের আয়ও রেকর্ড ছুঁয়েছে।

এসআর/এমএস

Advertisement