বন্যরা কখনই মানুষের মত প্রেম করে না। তাদের ঘৃণাটাও কোনো ঘটনার জন্য অপেক্ষা করে না। না বলে আসা প্রেমের মতই ঘৃণাটাও খুব অনিশ্চিত। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দুটো বিড়াল দেখা যাচ্ছে। একটি সাদা, অন্যটি ধূসর রঙের। সাদা লোমশ দেহের বিড়াল জিভ দিয়ে আরেক বিড়ালের গলায় প্রেমের আবরণ দিচ্ছে। পাল্টা প্রেমে জিভ বাড়িয়ে দিয়েছে ধূসর আর বাদামি রঙের লোমশ দেহের বিড়ালটি।চোখ বন্ধ করে একে অপরের গলার নিচে আদরে মত্ত ছিলো। কিন্তু একি হলো হঠাৎ? ধূসর বিড়ালটা থাপ্পড় মেরে বসলো সাদা বিড়ালটাকে। শুধু বোঝা গেল প্রেম আর ঘৃণা মাত্র সেকেন্ডের ফারাকেই ভালবাসা থেকে যুদ্ধে পরিণত হল। তাই দেখে আবারো প্রমাণ হলো ভালোবাসা আর ঘৃণা একই মুদ্রার দু’টি পিঠ। ভিডিওটি দেখে মনোবিজ্ঞানীরা বলছেন, সাদা বিড়ালটি আদর প্রিয় আর ধূসরটি একাকিত্ব প্রিয়। আর মানসিক মত পার্থক্যের কারণেই তাদের এই দ্বন্দ্ব।দেখুন ভিডিও : আরএএইচ/এলএ/এমআরআই
Advertisement