খেলাধুলা

আশরাফুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মোহাম্মদ আশরাফুল। তবু বাংলাদেশ ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ রেকর্ডে সবার উপরে ছিল তারই নাম। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেই রেকর্ড নিজের করে নিলেন মুশফিকুর রহিম।

Advertisement

২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক ২০১৮ সালে জ্যামাইকায় খেলতে নেমেছেন ক্যারিয়ারের ৬২তম টেস্ট ম্যাচ। এতোদিন ৬১টি টেস্ট খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার ছিলেন আশরাফুল। জ্যামাইকাতে এই রেকর্ডই নিজের করে নিলেন মুশফিক।

২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১২ বছর সময়ে ৬১টি টেস্ট খেলে ৬ সেঞ্চুরিতে ২৭৩৭ রান করেছিলেন আশরাফুল। ২০০৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত ১৩ বছর সময়ে ৬২ টেস্ট খেলতে নামা মুশফিক এখনো পর্যন্ত ৫ সেঞ্চুরিতে ৩৬৪৪ রান করেছেন।

আশরাফুল-মুশফিকের পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা অন্য তিন ক্রিকেটার হলেন তামিম ইকবাল (৫৬), সাকিব আল হাসান (৫৩) ও হাবিবুল বাশার সুমন (৫০)।

Advertisement

এসএএস/জেআইএম