খেলাধুলা

স্মিথকে ফিরিয়ে বাংলাদেশের শুভসূচনা

স্মিথকে ফিরিয়ে বাংলাদেশের শুভসূচনা

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার বিষয় স্বাগতিকদের চেপে ধরতে পারে কিনা বাংলাদেশের বোলাররা।

Advertisement

ঘাসে মোড়া উইকেটে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারেই চলে আসেন হাত ঘুরাতে। তৃতীয় ওভারে অপর প্রান্তে ডেকে আনেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজকে।

দুই স্পিনারের চতুর বোলিংয়ে উইকেটে দাঁড়ানো কঠিন হয়ে হয়ে উইন্ডিজের দুই স্পিনারের। টানা তিন ওভার মেইডেন করেন মিরাজ। চতুর্থ ওভারের প্রথম বলেই সাজঘরে পাঠিয়ে দেন অভিজ্ঞ ওপেনার ডেভন স্মিথকে। শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ।

আউট হওয়ার আগে ২২ বল খেলে ২ রান করেন স্মিথ। ওপেনারের বিদায়ে উইকেটে এসেছেন কিরন পাওয়েল, সাথে রয়েছেন আরেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট।

Advertisement

এসএএস/পিআর