বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও প্ল্যাসিড এক্সপ্রেস, ইউএসএ-এর মধ্যে রিয়েল টাইম রেমিট্যান্স পেমেন্ট সেবা চালু হয়েছে। এ সেবার মাধ্যমে এখন বিদেশ থেকে রেমিট্যান্সের অর্থ সরাসরি গ্রাহক তার অ্যাকাউন্টে জমা করতে পারবেন। সম্প্রতি মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভুইয়া এবং প্ল্যাসিড এক্সপ্রেস ইউএসএ -এর ডাইরেক্টর এবং চিফ ফিন্যানসিয়াল অফিসার মোহাম্মদ এইচ রশিদ। এ সময় ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এসআই/এসকেডি/পিআর
Advertisement