দেশজুড়ে

ভোলায় অটোরিকশা চালকদের পৌর ভবন ঘেরাও

ভোলায় অটোরিকশা চলাচলের দাবিতে বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে পৌরভবন চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করেছে চালকরা। পৌরভবনের প্রবেশ দ্বারে কয়েক শত অটোরিকশা চালকদের অবস্থানের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে পৌরভবনের প্রবেশ পথ। এ সময় চালকরা মেয়রের কাছে তাদের দাবি তুলে ধরেন। পরে মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান শহর এলাকায় অটোরিকশা চলাচলের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। থ্রি-হুইলার জাতীয় যানবাহান চলাচল নিষিদ্ধ ঘোষণার পর থেকে ভোলা শহরেও মাহেন্দ্রসহ অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ। গত দুইদিনে অর্ধশতাধিক যান আটক করা হয়। এসকল ঘটনার প্রতিবাদে চালকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন,  চালক সেলিম, আবদুল খালেক, খোকন, আলমগীর। বক্তারা সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতিসহ নিবন্ধনের দাবি জানান। একই সঙ্গে  তারা অভিযোগ করেন, পুলিশ অভিযানের নামে রিকশা মালিকদের নানাভাবে হয়রানি করে অবৈধভাবে টাকা আদায় করছেন। পরে পৌর কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগ সম্পাদক শাহে আলম অটোরিকশা চালকদের দাবির প্রতি একত্মতা প্রকাশ করেন। এদিকে শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। প্যাডেলচালিত রিকশা চালকরা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ নিয়ে যাত্রীদের নাজেহাল হওয়ার ঘটনাও ঘটেছে।কলেজ শিক্ষক সুশান্ত মন্ডল জানান, সকালে অটোরিকশা না পেয়ে তারা দুর্ভোগে পড়েছেন। অমিতাভ অপু/এসএস/আরআইপি

Advertisement