বিনোদন

সেন্সরে শাকিব-শ্রাবন্তীর ‘ভাইজান এলো রে’

গেলো ঈদে কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত 'ভাইজান এলো রে' ছবিটি। সেখানে এখন পর্যন্ত বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। এবার বাংলাদেশে মুক্তির মিছিলে রয়েছে ছবিটি। এস কে মুভিজ প্রযোজিত এ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুুক্তি পেতে যাচ্ছে। জানা যায় এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।

Advertisement

আমদানি করে বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। সেন্সর বোর্ডের সদস্য সচিব আলী সরকার ছবিটি সেন্সরে জমা পড়ার খবর নিশ্চিত করে বলেন, ‘গতকাল বুধবার ‘ভাইজান এলো রে’ সেন্সরে জমা দিয়েছে। আজ কাগজপত্র চেক করে দেখেছি সবকিছু ঠিক আছে। আগামী সপ্তাহের ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে।’

‘ভাইজান এলো রে’ কলকাতার ছবি হলেও এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। শাকিব খান ছাড়াও বাংলাদেশ থেকে ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী। এছাড়াও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেলে আগামী ২০ জুলাই ‘ভাইজান এলো রে’ ছবিটি দেশব্যাপী মুক্তি চায় এন ইউ আহমেদ ট্রেডার্স।

Advertisement

এমএবি/এলএ/পিআর