খেলাধুলা

এবার শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ইনিংস পরাজয়ের লজ্জা বাংলাদেশের

‘বিপদ নাকি কখনও একা আসে না’ -এ প্রবচন অনেক পুরোনো। তবে সেটা কথার কথা নয়। বাস্তবেও তার মিল খুঁজে পাওয়া যায় প্রায়ই। এই যেমন এখন বাংলাদেশের ক্রিকেটে খারাপ হাওয়া বইছে। প্রথমে ভারতের দেরাদুনে আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজে চরম পর্যদুস্ত সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। তারপরও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবীয়দের কাছে টেস্টেও নাকাল টাইগাররা।

Advertisement

এদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে চরম নাজেহাল বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে চারদিনের আন-অফিসিয়াল টেস্টে তৃতীয়টিতে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান ও সানজামুল ইসলাম নয়নদের নিয়ে গড়া দলটি চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে চারদিনের ম্যাচ হেরে বসে আছে তৃতীয় দিন সকালেই।

ব্যাটিং ব্যর্থতার পসরা সাজিয়ে যেন বসেছিল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ১৬৭ রানের বেশি এগোতে পারেনি। জবাবে শ্রীলঙ্কা করে ৩১২ রান। দ্বিতীয় ইনিংসে এসে তো প্রথম ইনিংসের লজ্জাকেও হার মানিয়েছেন সৌম্য-মিঠুন, সাইফরা। এবার অলআউট ১০৭ রানেই। এমন ব্যাটিংয়ের পর ম্যাচটা তারা হেরেছে ইনিংস এবং ৩৮ রানে।

প্রথম ইনিংসে ফিফটি পাননি কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে তো ত্রিশের ঘরেও যেতে পারেননি কেউ। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন জাতীয় দল থেকে জায়গা হারানো সৌম্য সরকার। সাদমান ইসলাম ১৯ আর সাইফ হাসান করেন ১৭ রান। সবমিলিয়ে ৪৫.৩ ওভারে ১০৭ রানে প্যাকেটবন্দী স্বাগতিক দল।

Advertisement

এআরবি/এমএমআর/আরআইপি