আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তিতে যুক্তরাষ্ট্রের জুড়ি নেই: ইরান

ইউরোপে চালানো সন্ত্রাসী হামলাগুলোতে ইরানি কূটনৈতিক মিশনগুলোর জড়িত থাকার মার্কিন অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান বলেছে, বিশ্বের সমসাময়িক ইতিহাসে বরং মার্কিন দূতাবাসগুলোর এ ধরনের অবৈধ তৎপরতার অসংখ্য উদাহরণ রয়েছে।

Advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে এক সংক্ষিপ্ত সফরের সময় স্কাই নিউজ আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার কাজে ইরান তার দূতাবাসগুলোকে ব্যবহার করছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বুধবার পম্পেওর অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে ইরানের কূটনৈতিক মিশনগুলো পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতেই মার্কিন সরকার এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে। ইরানের এ মুখপাত্র বলেন, মার্কিন দূতাবাসগুলো বরং বিশ্বের বহু দেশে অবৈধ গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে অসংখ্য গুপ্তহত্যা ও নাশকতামুলক তৎপরতা চালিয়েছে।

Advertisement

এসব কাজে শত শত মার্কিন নিরাপত্তা কর্মকর্তা অংশ নিয়েছে। তিনি বলেন, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আমেরিকার এসব অবৈধ তৎপরতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে কাসেমি অভিযোগ করেন।

টিটিএন/আরআইপি