গাজীপুরের কালীগঞ্জে জঙ্গল থেকে আগুনে পোড়া বস্তাবন্দী পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানের পোড়া মরদেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার রহমত উল্লাহকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (১১ জুলাই) রহমত উল্লাহকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান। শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকায় কর্মরত পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান গত রোববার সকালে সবুজবাগ এলাকায় তার ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকায় শরীর ঝলসানো মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ ঘটনায় জড়িত সন্দহে ঢাকা থেকে রহমত উল্লাহকে (৩৫) গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে গাজীপুরে আনা হলে তিনি মরদেহ শনাক্ত এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরিদর্শক মামুন ইমরান মুত্যৃর ঘটনায় তার ভাই বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেন।
Advertisement
জেএ/এএইচ/এমএস