হেক্সা জয়ের মিশনে রাশিয়ায় এসে খালি হাতেই ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। দলের সেরা তারকা নেইমারকে ঘিরে ছিল উচ্চাশা, তার অর্ধেকও পূরণ করতে পারেননি তিনি; এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো।
Advertisement
চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৫ ম্যাচ খেলতে পেরেছে ব্রাজিল। এই ৫ ম্যাচে কেবল দুই গোল করতে পেরেছেন নেইমার। এসিস্ট করেছেন আর মাত্র একটি গোলে। তার মাঠের পারফরম্যানসের চেয়ে বেশি আলোচিত বারবার মাঠে পড়ে যাওয়াটাই। সবমিলিয়ে নেইমার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
পিএসজির এই তারকাকে ঘিরেই ব্রাজিলের সব পরিকল্পনা ছিল বিধায় নেইমারের নিষ্প্রভতা দলকে আরো বেশি পুড়িয়েছে বলে মনে করেন ২০০২ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।
তিনি বলেন, ‘আমরা সবাই তার কাছে (নেইমার) আরো বেশি আশা করেছিলাম। কারণ সে আমাদের দলের মধ্যমণি। আমি জানিনা এটা তার পায়ের ইনজুরির কারণে নাকি অন্য কোন কারণ ছিল। তবে আমি তাকে মাঠে খুবই নিষ্প্রভ দেখেছি। তবে বিশ্বকাপের তিন মাস আগে গুরুতর ইনজুরিতে পড়ে, তিন মাসের মধ্যে আবার মাঠে ফিরে আসাটা সহজ কাজ নয়।’
Advertisement
এসএএস/এমএস